করোনা পজেটিভ জেপি নাড্ডা, টুইট মমতার

করোনা পজেটিভ জেপি নাড্ডা, টুইট মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ ডিসেম্বর,২০২০: করোনা পজেটিভ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর দ্রুত সুস্থতার কামনা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন জেপি নাড্ডা। টুইটে লিখেছেন, আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন। এরপরই ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

https://twitter.com/MamataOfficial/status/1338114713645768704?s=19

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি। এই সময় আমার প্রার্থনা তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আছে।” রবিবার একটি টুইটবার্তায় নাড্ডা লিখেছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই হোম আইসোলেশনে আছেন।

পাশাপশি তিনি আবেদন করেছেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেননমুনা পরীক্ষা করিয়ে নেয়।” উল্লেখ্য, বুধবার রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। দু’দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। এই সফরের দুদিনের মধ্যে করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top