প্লাস্টিক বর্জন করে সুন্দরবনকে রক্ষা করার উদ্যোগে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন

প্লাস্টিক বর্জন করে সুন্দরবনকে রক্ষা করার উদ্যোগে এগিয়ে এলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ ডিসেম্বর ২০২০ উওর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

হিঙ্গলগঞ্জ আর রায়মঙ্গল কালিন্দী নদীর আশেপাশে যেসব বর্জ্য বস্তু বিশেষ করে গ্রামবাসীদের ফেলে যাওয়া বিভিন্ন রকমের প্লাস্টিক সেগুলো কে উদ্ধার করে আগামী দিনের সুন্দরবনকে বাঁচানোর জন্য নতুন সংকল্প নিল বিথারী দিশা সংস্থা। পাশাপাশি হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় সেখানেও প্লাস্টিক মুক্ত করতে বিভিন্ন কর্মসূচি নেন। এছাড়া সাধারণ মানুষকে নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেন সুন্দরবনকে বাঁচানোর জন্য।একদিকে যেমন ম্যানগ্রোভের চারা বসানোর কর্মসূচি। অন্যদিকে প্লাস্টিক বর্জনের মধ্য দিয়ে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এক প্রশিক্ষণ শিবির করেন। সংস্থার সভাপতি প্রদীপ চক্রবর্তী, হিঙ্গলগঞ্জের জয়েন্ট বিডিও ওম প্রকাশ গুপ্তা, এই সংস্থার সম্পাদক দিলীপ পাল সহ বিশিষ্টজনেরা এই অভিযানে অংশ গ্রহণ করেছিলেন।সুন্দরবনের পরিবেশ রক্ষা করতে প্লাস্টিক মুক্ত সুন্দরবন তৈরি করতে এবং সুন্দরবনের নদী বাঁধ রক্ষা করতে ইছামতি, কালিন্দী রায়মঙ্গল নদীর চরে ম্যানগ্রোভ চারা রোপণ করলেন ।বিথারী দিশার প্রচেষ্টায় হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাত্র-ছাত্রী পুরুষ ও মহিলাদের নিয়ে সারাদিন ব্যাপী কর্মসূচি চালানো হয় । আগামীদিনে সুন্দরবন এলাকায় প্লাস্টিক ও আবর্জনা সংগ্রহ করার মধ্য দিয়ে পুনরায় প্লাস্টিক দ্বারা জৈব সার উৎপাদন খুব দ্রুত শুরু করবেন বলে জানান তারা।তার পাশাপাশি সুন্দরবনের চাড়াল খালি নবাবপুর সাহেবখালী মালোপাড়া সংলগ্ন যেসব নদী আছে ইছামতি বিদ্যাধরী রায়মঙ্গল কালিন্দী নদীর পাড়ে দীর্ঘ কয়েক মাস ধরে ২১, বিঘা জমির উপর সুন্দরবনকে বাঁচানোর জন্য ম্যানগ্রোভ বিভিন্ন প্রজাতির চারা বসাচ্ছেন। এই সংগঠন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

আরও পড়ুন…ফের “আমরা দাদার সাথে চলি” পোস্টার জল্পনা বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহলে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top