এবার দলীয় কর্মীকেই এন ডি পি এস কেস দেওয়ার অভিযোগ সিউড়িতে

নিজস্ব  সংবাদদাতা ১৪ ডিসেম্বর ২০২০ বীরভুম:  পাঁড়ুইয়ের হেভিওয়েট নেতা নিমাই দাস ২০১৯ সালের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তবে ২০২০ সালের অন্তে এসে তার অভিযোগ, বিজেপিই নাকি তাকে এন ডি পি এস মামলায় ফাসিয়েছে।

যে কারণে সিউড়িতে সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে এসে ঘোষণা করলেন বিজেপি ছাড়ার। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন জেল থেকে বেরিয়ে তিনি যোগ দেবেন তৃণমূলে।তবে তিনি এদিন কার বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে তার সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তার বক্তব্য আদালত সিদ্ধান্ত নিচ্ছে দেখা যাক তারপর আমি সব জানাবো তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন।প্রসঙ্গত এই তৃণমূল নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত ধরে।নিমাই দাস এদিন আত্মসমর্পণ করার পর তাকে আগামী ২২ তারিখ পুনরায় আদালতে তোলা হবে বলে জানান সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি অর্থাৎ নিমাই দাস নিশ্চিত করেন যে তিনি তৃণমূলে যোগ দেবেন এই মামলা শেষ হওয়ার পরেই।

আরও পড়ুন…ফের “আমরা দাদার সাথে চলি” পোস্টার জল্পনা বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহলে