শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ ডিসেম্বর ২০২০ কোলকাতা: উডল্যান্ড হসপিটাল থেকে ছাড়া পেলেন ও বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা  বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল  কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ১১:৩০ নাগাদ তাঁকে  ছেড়ে দেওয়া  হয়েছে।

তাঁর  শারীরিক অবস্থার  উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং বাড়িতে সম্পূর্ণ   চিকিৎসাধীন থাকতে হবে এবং তার জন্য একটা মেডিকেল টিম সেখানে উপস্থিত থাকবে তাঁর  তদারকি করার জন্য। তাঁকে বাড়িতে নিয়ে যান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেব  বাবু এখন অনেকটাই সুস্থ। আপাতত তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসার কোনও প্রয়োজন নেই বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে এখন রাখা হবে হোম কেয়ার-এ। বাড়ি ফিরতে পেরে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার সকালে বেশ কিছু শারীরিক পরীক্ষা রয়েছে। তা খতিয়ে দেখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর। বাড়িতে থাকলেও চিকিত্‍সকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাঁকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও চলবে। সোমবার রাতে তিনি স্যুপ খেয়েছেন। হালকা তরল জাতীয় খাবর তাঁকে দেওয়া হচ্ছে। বাড়িতেও কয়েকদিন ‘হালকা ডায়েট’ চলবে বলে হাসপাতাল সূত্রে খবর।প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতেই বাইপ্যাপ, নেবুলাইজার-সহ চিকিৎসার  যাবতীয় পরিকাঠামো রয়েছে।পাশাপাশি  চলবে ফিজিয়োথেরাপি। তাঁকে আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়েছে। নিজের হাতে খাবার খেতে পারছেন। রাইলস টিউব লাখছে না।প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি গত ৯ ডিসেম্বর তিনি দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি হন। তার পর তাঁকে ৪৮ ঘণ্টা ভেন্টিলেশনেও রাখতে হয়েছে। কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। আগেই ভেন্টিলেশন থেকে সরিয়ে আনা হয়েছে। রক্তচাপ, নাড়ির গতি স্বাভাবিক রয়েছে। হৃদযন্ত্র-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও স্বাভাবিকভাবে কাজ করছে।গত কয়েক দিন ধরেই বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করছিলেন তিনি। তবে  স্বাস্থ্যের কারণে তাড়াহুড়ো করা হয়নি। এখন তাঁর শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। কথা বলতে পারছেন।

আরও পড়ুন…আবাসনে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর বিক্ষোভে সামিল এলাকাবাসীরা

নিজে খেতে পারছেন। সে কারণে  তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top