নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২০ :বর্তমান রাজ্য রাজনীতির চর্চায় এখন একটাই নাম শুভেন্দু অধিকারী।হুগলী রিভারব্রিজ কমিশনের চেয়ারম্যানের পথ থেকে ইস্তফা দেওয়ার পরেই কলকাতা সরকারের দেওয়া পুলিশি পাইলট ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
তবে কি রাজ্যের নিরাপত্তা ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় নিরাপত্তা! ইতিমধ্যেই প্রশ্নের উত্তর নিয়ে নানান জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।সূত্রের খবর শুভেন্দুর জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয় দিতে চলেছে কেন্দ্র। সর্বক্ষণের সুরক্ষা, পাইলট কার দেওয়ারও ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর, শীঘ্রই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করবে সিআরপিএফ। অর্থাৎ শুভেন্দুকে জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে পারে কেন্দ্র। এখন কি হবে তা শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন…শ্লীলতাহানির হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে কপালে জুটল মারধর