নিজস্ব সংবাদদাতা,নিউটাউন,১৬ ডিসেম্বর,২০২০:শুলংগুড়ি দক্ষিণ পাড়া পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামল,ভাঙচুর এমনকি ভাড়াটিয়া দের মারধর সহ পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে।
অভিযোগ বেশ কিছু মদ্যপ যুবকদের বিরুদ্ধে।সদস্যের অভিযোগ এরা তৃণমূল করে।পুরপ্রশাসক মন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জীর অনুগামী বলে দাবি পঞ্চায়েত সদস্যের।ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।অভিযোগ ,গতকাল রাতে জ্যাংড়া হাতিয়ারা ২ গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের বাড়ির সামনে একদল মদ্যপ দুষ্কৃতী জড়ো হয়।তারা গালিগালাজ করতে থাকে।তখন ভারিটিয়া প্রতিবাদ করে বলে অভিযোগ।এর পরই তারা ওই বাড়ির ভাড়াটিয়ার ঘরে ঢুকে পড়ে দরজা ভেঙে ।এর পর ঘরের মধ্যে মারধর ও তার স্ত্রীকে হেনস্থা করা হয়।খবর দেওয়া হয় নিউটাউন থানাকে।পুলিশ আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।