সম্পত্তির লোভে  ছেলে বউমার পিটুনি খেলো মা

সম্পত্তির লোভে  ছেলে বউমার পিটুনি খেলো মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,১৬ডিসেম্বর,২০২০:সম্পত্তির লোভে  ছেলে বউমার হাতে মার খেলো মা।ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার জেলে পাড়ায়।

অভিযোগ,বিধবা ষাটোর্ধ্ব বৃদ্ধা চিত্রা মন্ডল গত দেড় মাস আগে স্বামী বাধ্যক্য জনিত কারণে মৃত্যুর হওয়ার পর থেকে ছোট ছেলে ছোট বৌমার হাতে অত্যাচারিত হয়ে আসছেন।বৃদ্ধা মায়ের জীবনের শেষ সম্বল বলতে ৩ কাঠা জমি রাস্তার ধারে একটি  দোতলা বাড়ি দোকান ঘর আছে মায়ের নামে।ছেলের দাবি জমি-বাড়ি দোকান লিখে দিতে হবে। ছোটছেলের নাম বিশ্বনাথ মন্ডল এবং ছোট বৌমার নাম উমা মন্ডল। বাবার মৃত্যুর পর বয়স্ক মায়ের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি শীতের রাত্রে মাকে ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ বড় ছেলের।একমাত্র বোন কাকলি মণ্ডল প্রতিবাদ করলে, তাকে বেশ কয়েকবার মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদ করলেই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। আজ বুধবার সকাল দশটা নাগাদ এই ঘটনা ঘটতে গেলে আবার পুনরায় বৃদ্ধা মাকে লাথি কিল-ঘুষি মারে ছোট ছেলে ও তাঁর বৌ ।  বৃদ্ধা চিত্রা মন্ডল টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top