এস এস বি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো রায়গঞ্জে

এস এস বি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো রায়গঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: কর্তব্যরত অবস্থায় এস এস বি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।

রায়গঞ্জ খরমুজাঘাট শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানালো এস এস বি বাহিনী। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷ কিছুদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত-ভূটান সীমান্তে বর্ডার রোডে ডিউটি করছিলেন এস এস বি ‘র ৫৩ নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা কনক সিনহা। বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করে দেন। বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এ এস আই কনক সিনহার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রায়গঞ্জের বোগ্রামে। আজ সকালে এস এস বি’র অফিসার ও জওয়ানেরা কফিনবন্দী অবস্থায় তাঁর মৃতদেহ রায়গঞ্জে নিয়ে আসেন। রায়গঞ্জ শহরের খরমুজাঘাট শ্মশানে গান স্যালুট জানান এস এস বি’র জওয়ানেরা।

আরও পড়ুন…অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top