করোনা রোগীদের ফুসফুস দুর্বল থাকায় নতুন করে বিপদ বাড়াচ্ছে fungal infection

করোনা রোগীদের ফুসফুস দুর্বল থাকায় নতুন করে বিপদ বাড়াচ্ছে fungal infection

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বর ২০২০ : ২০২০তে বছরের শুরু থেকেই শুরু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। যা মানুষকে বছরের শেষেও বয়ে নিয়ে চলতে হচ্ছে।

করোনা সংক্রমণের মাঝেই এবার নয়া আতঙ্কের উদ্বেগ দেখা দিল দিল্লিতে। নয়া দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসকেরা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে fungal infection খুঁজে পেয়েছেন। এটি রোগীর নাক এবং চোয়ালের কিছুটা অংশে আক্রমণ করছে।এই ইনফেকশনের জেরে একজন রোগী হারিয়ে ফেলতে পারে তাঁর দৃষ্টি শক্তি। এমনকি সঠিক সময়ের মধ্যে এই লক্ষন গুলি চিনে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।এই রোগের আগের নাম ছিল zygomycosis জেতি Mucor Mucormycosis বা Black Fungus নামের রোগটি ছড়াচ্ছে। রোগীর হাল্কা জ্বর, চুল্কানি,মাথা ব্যাথা, চোখ জ্বালা ,ধীরে ধীরে দৃষ্টি শক্তি ঝাপসা হওয়ার মতো সাধারণ উপসর্গ গুলি দেখা দিচ্ছে। যার জন্য সাধারণ ভেবে এড়িয়ে জাচ্ছেন অনেকেই। এই ফাঙ্গাস সাধারণত রোগীর ফুসফুস ও সাইনাসেও প্রভাব ফেলছে। তাই করোনা আক্রান্ত রোগীদের ফুসফুসের অবস্থা দুর্বল থাকায় নতুন করে এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রবল।

আরও পড়ুন…এস এস বি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো রায়গঞ্জে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top