নিজস্ব সংবাদদাতা ২১ ডিসেম্বর ২০২০ দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী ব্লকের গোসাবা এলাকায় পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর উদ্যোগে আজ জনসভার আয়োজন করা হয়। এই অরাজনৈতিক সভায় বিভিন্ন দাবি নিয়ে তারা বৈঠক করেন।
এই বৈঠক আগামী দিনে নবান্ন অভিযান করতে পারেন এমনই অভিমত দিলেন বাহ্মণ ট্রাস্টের সদস্যরা। তাঁদের দাবিগুলো হলো ,আদি সংস্কৃত ভাষার অস্তিত্ব বজায় রাখতে হবে প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম থেকে যাতে সংস্কৃত শিক্ষা চালু করা যায় সে ব্যাপারে যথেষ্ট হওয়া দরকার । দরিদ্র ব্রাহ্মণ পরিবারে উপনয়নের জন্য গণ উপনয়ন এর আয়োজন করা। বিবাহযোগ্য দরিদ্র পরিবারের কন্যাদের গণবিবাহের আয়োজন করা। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান পরিকল্পনাকরা। রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বন্যা ও খরা দুর্যোগপূর্ণ পরিবারবর্গ খাদ্য দান করা। পুরুষদের স্বাস্থ্য বীমার সুযোগ করে দেওয়া নয় গৃহহীনদের গৃহ প্রদান করা। এই দাবিগুলো নিয়ে আগামী দিনের তাৎপর্য নিয়ে তারা মিছিল করবেন। এই দক্ষিণ 24 পরগনার ব্লকে ব্লকে বামনদের একত্রিত করার ডাক দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।
আরও পড়ুন…দল পরিবর্তন করেই তৃনমূলকে কড়া মন্তব্যে কটাক্ষ শুভেন্দুর