নিউজ ডেস্ক ২১ ডিসেম্বর ২০২০: রাজনৈতিক দলগুলিতে চলছে একের পর এক ঘোলবদল। এখন সব দলের কোনও না কোনও সদস্য রোজই দল ত্যাগ করে বিরোধী দলে চলে যাচ্ছে।
১৯শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী যা নিয়ে রাজনৈতিক মহলে একেবারেই তোলপাড় শুরু হয়ে গেছে। তাঁর রেষ কাটতে না কাটতেই এবার বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি-র সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ সোমবার যোগ দিলেন তৃণমূলে। এর পরই বিজেপি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ”এত দিন যে দলটার বিরুদ্ধে লড়াই করতাম, সেই দল ছেড়ে এখন অনেকেই বিজেপিতে আসছেন। যে সব দুর্নীতিগ্রস্ত নেতারা এত দিন তৃণমূলে ছিলেন, তাঁরাই বিজেপিতে এসে এখন শুদ্ধ হয়ে যাচ্ছেন। বিজেপি এখন তৃণমূলের ‘বি’ টিমে পরিণত হচ্ছে। তা হলে আমি ‘বি’ টিমে কেন থাকব? ‘এ’ টিমেই চলে এলাম।” পাশাপাশি সুজাতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবেন,সেই পথেই তিনি হাঁটবেন বলে মন্তব্য করেছেন। কেন বিজেপিতে ছেড়ে তৃণমূলে এলেন এই প্রসঙ্গ নিয়ে সৌমিত্র খাঁকে কটাক্ষ করে তিনি বলেন ”কে বলতে পারে আগামী দিনে সৌমিত্র তৃণমূলে যোগ দেবে না?” তবে এই বক্তব্যের পরেই সৌমিত্র তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। এখন দেখার, এই পারিবারিক লড়াই রাজনীতিকে কোথায় নিয়ে যায়। আজ সুজাতা দেবীর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন সৌগত রায়। উপস্থিত ছিলেন কুনাল ঘোষ ও।