পার্টিকে বলব, আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই জানালেন শুভেন্দু অধিকারী

পার্টিকে বলব, আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই জানালেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২০ : সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের সভার কেন্দ্রবিন্দু ছিলেন শুভেন্দু অধিকারী ।  তবে তিনি  জানিয়েছেন আসন্ন বিধানসভা ভোটে  লড়াই করার ইচ্ছা তাঁর নেই।

বিজেপিতে যোগ দেওয়ার পর বর্ধমানে প্রথম সভা করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান,  ”পার্টিকে বলব, আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা খাটব। যেখানে বলবে, সেখানে যাব।তৃণমূলকে  বিসর্জন দিতে, যা করার করব।” পাশাপাশি তিনি দাবি করেন অমিত শাহ বিএসএফকে দিয়ে টাইট দিয়ে দিয়েছেন। পাথর, বালি, গরু, কয়লা পাচার বন্ধ হয়ে গিয়েছে। এ বার যদি ওরা জিততে পারে, কিডনি পাচার করবে। সেটাই শুধু বাকি আছে।” রবিবার বিজেপিতে যোগ দিয়ে এরকম  অভিযোগ তুলেছিলেন এ দিনও তাঁরই পুনরাবৃত্তি করে তিনি বলেন, ”অমিতজি , দিলীপদা, কৈলাসজি সবাইকে বলেছি, আমার একটাই শর্ত— তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচান।”। এদিন বিজেপির সভায় তৃণমূল ছাড়ার ব্যাখ্যা দিয়ে শুভেন্দুর অভিযোগ, ”এই দলটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। দেড় জন মিলে চালাচ্ছে। যাঁদের আত্মসম্মান আছে, তাঁরা তৃণমূল করতে পারেন না। তাই আমি বেরিয়ে এসেছি।” আর ‘বিজেপির আশ্রয়’ না থাকলে ১৯৯৮ সালে তৈরি মমতার তৃণমূল ২০০১ সালের আগে উঠে যেত বলেও মতামত দেন  শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন…মৃত যুবকের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top