নিউটাউনে নৃশংস খুনের ঘটনায় হোটেলে মিলল চিরকুট ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য

নিউটাউনে নৃশংস খুনের ঘটনায় হোটেলে মিলল চিরকুট ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২০: নিউটাউনে ডি ডি ব্লকের হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার নৃশংস দেহ। যে দৃশ্য দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হোটেলের কর্মীদের। তদন্তে নেমেছে নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ।

সূত্রের খবর ডকুমেন্টস দিয়ে হোটেলের রুম বুক করে এক মহিলা ও এক ব্যক্তি। তাঁরা জানায় মেদিনীপুর থেকে এসেছে। সাতটা নাগাদ বেড়িয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। এদিকে রাত আটটা বেজে গেলেও ঘর থেকে কেউ না বেরোলে হোটেলকর্মী তাগাদা দিতে এলেই প্রকাশ্যে আসে ঘটনা। ডাকা ডাকিতেও ঘর থেকে সাড়া মেলেনি। অন্যদিকে টিভি চলার আওয়াজও শুনতে পান কর্মীরা। কিছুক্ষণ পর বিকল্প চাবি নিয়ে দরজা খোলেন হোটেল কর্মীরা। খাটের উপর মহিলার নগ্ন মৃতদেহ দেখতে পান তাঁরা। এরপর টেকনসিটি থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন। পাশে পরে ভাঙা মদের বোতল। এরপর হোটেলের সিসিটিভি খতিয়ে দেখে জানা যায় বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত যুবক হোটেল থেকে বেরিয়ে গিয়েছে ।তদন্তে নেমে একটি চিরকুট উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। যে চিরকুটে লেখা,´ “তোকে আমি মারতে চাইনি, মারতে বাধ্য় হলাম।” ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর পলাতক ওই যুবকের নাম অমিত ঘোষ। তাঁর সাথে মৃতা চুমকি ঘোষের কি সম্পর্ক টা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে খুনের উদ্দেশেই সুদূর মেদিনীপুর থেকে নিউটাউনে এসে হোটেল বুক করেছিলেন ওই যুবক। মৃতার স্বামীসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদের জন্য আজ থানায় ডাকা হয়েছে। দেহের ফরেন্সিক করা হবে । খুনের মোটিভ জানতে তদন্তে জোর দিয়েছে পুলিশ। হোটেল কর্মীদের বয়ানে জানা গেছে খুনের সময় কোনও চিৎকার শোনা যায়নি ঘরে খুব জোরে টিভি চলছিল।

আরও পড়ুন…কোভিডের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্বস্তিতে পড়ুয়ারা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top