বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ নিউ ব্যারাকপুরে

বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ নিউ ব্যারাকপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৪ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি সমর্থকদের উপর হামলা তৃণমূলের,প্রতিবাদে নিউ ব্যারাকপুর তালবান্দায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ গতকাল নিউ ব্যারাকপুর তালবান্দা পুলিশ ফাঁড়ির বিপরীতে একটি পথসভা হওয়ার কথা ছিল বিজেপির।

সেই কারণে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এছাড়াও বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিরুদ্ধে।তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নিউ ব্যারাকপুর তালবান্দা পুলিশ ফাঁড়ির সামনে থেকে খড়দহ বিধানসভার অন্তর্গত শহরপুর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একটি মিছিল সংঘটিত হওয়ার কর্মসূচি রয়েছে। এই প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে সাংসদ অর্জুন সিংহএর। সেইমত তালবান্দা পুলিশ ফাড়ির সামনে শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হতে থাকে। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির এই প্রতিবাদী কর্মসূচিতে বিশাল পরিমান মহিলা কর্মী সমর্থকেরাও উপস্থিত হয়েছে।

আরও পড়ুন…চাকরির টোপ দিয়ে সুদূর মেদিনীপুর থেকে নিউটাউনের হোটেলে এনে খুন !

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top