নিজস্ব সংবাদদাতা ২৫ ডিসেম্বর ২০২০ পশ্চিম মেদিনীপুর (ঝাড়গ্রাম): জেলাপ্রশাসন, পুলিশ, বনদফতর এর একাংশে সহায়তাতেই জঙ্গল ধ্বংস চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। দূর দূরান্ত থেকে লোক এসে শালজঙ্গল কেটে বসে পরছে। অথচ এদের তোলার কোনো ব্যাবস্থাই করছেনা প্রশাসন।
ঝাড়গ্রাম জেলার সাপধরা অঞ্চলের কাশিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ বহিরাগতরা এসে বনদপ্তরের জমি দখল করেছে সেই নিয়ে বারবার প্রশাসন কে জানানো সত্ত্বেও ব্যাবস্থা নিচ্ছে না।তাই আজ সকাল থেকে গ্রামের মহিলা পুরুষ উভয়ে মিলে রাজ্য সড়ক অবরোধ করে।দীর্ঘ দিন ধরে বনদপ্তরের জঙ্গলের গাছ কেঁটে অবৈধ ভাবে জঙ্গলে চলছে দখল দারি। বাড়ি নির্মান। যা নিয়ে হুশ নেই প্রশাসনের। ঝাড়গ্রাম শহরে আশে পাশে সরকারি যে জমি রয়েছে তা দিনেদুপুরে অসাধু মানুষ এসে যে ভাবে দখল দারি করছে তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে তা সত্বেও ব্যবস্থা হয়নি আজও ।তার পরেও গত কিছু দিন ধরে অবৈধ্ ভাবে প্রশাসনের নাকের ডোগায় দিনের বেলায় গাছ কেঁটে জায়গা দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে কাঁশিয়ার গ্রামের মানুষ কিন্তু ঘন্টা দুই ধরে রাস্তা অবরোধ করলেও বনদপ্তরের আধিকারিক বা প্রশাসনের কেউ আসেনি হয়রানিতে পড়েছে নিত্য যাত্রীরা ।যতক্ষণ বন আধিকারিক বা প্রশাসনের উচ্চ প্রদস্ত কেউ এসে কি ব্যবস্তা নিচ্ছে না বলে ততক্ষণ অবরোধ তুলবেনা গ্রামবাসীরা।