নিজস্ব সংবাদদাতা ২৬ ডিসেম্বর ২০২০ দুর্গাপুর: দুর্গাপুর ১৫ ওয়ার্ডের ধুনারা প্লট এলাকায় খেলার মাঠ দখল করে বিজেপি’র পার্টি অফিস তৈরী কেন্দ্র করে উত্তেজনা।
শুক্রবার রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি এলাকার একটি ক্লাব সহ তিনটি বাড়ি ও একটি টোটো ভাঙাচুরের অভিযোগ ওঠে বিজেপি নেতাকর্মী বিরুদ্ধে। পার্টি অফিস তৈরী বাঁধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে বিজেপি’র বিরুদ্ধে। ঘটনায় প্রায় ১০ জন ক্লাব সদস্য সহ এলাকাবাসী জখম হয়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকাল থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। ঘটনাস্থলে আসে জেলা তৃণমূলের যুব সভাপতি রুপেশ যাদবসহ কাউন্সিলার রা। পুলিস ঘটনায় অভিযুক্ত চার জন বিজেপি কর্মীকে আটক করেছে। অভিযুক্ত বিজেপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পলাতক। বিজেপি জেলা সভাপতি লক্ষন ঘোরুই বলেন, দুটি ক্লাবের সংঘর্ষ হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই খবর।
আরও পড়ুন…বিজেপি সাংসদের গাড়ি ভাংচুর, বিজেপি তৃণমূল সংঘর্ষ ধুন্ধুমার হেস্টিংস