কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে বাম ও কংগ্রেস জোটের ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা ২৮ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলছে প্রতিবাদ।

কৃষক মারা এই আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে সোচ্চার হয়েছে প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকগণ । আজ বারাসাত ১ নং ব্লকের পশ্চিম খিলকাপুর সংলগ্ন পেট্রোল পাম্প থেকে কলোনি মোড় পর্যন্ত কেন্দ্রে স্বৈরাচারী বিজেপি সরকারের সাধারণ নাগরিক স্বার্থের পরিপন্থী কালা কৃষি আইনের প্রতিবাদে এবং কৃষক বিরোধী রাজ্য সরকারের অনৈতিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বাম-কংগ্রেসের যৌথ মিছিল করা হয়। গরু, কাস্তে, লাঙ্গল, ট্রাক্টর সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম নিয়ে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, অন্নদাতা কৃষকদের স্বার্থে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি ধিক্কার জানিয়ে, মিছিলে শামিল হন বাম ও কংগ্রেসের কর্মীরা।

আরও পড়ুন…দাদার অনুগামীদের হাওড়া ডোমজুড় সভায় নতুন করে আবারও উস্কালো রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদল জল্পনা