নিজস্ব সংবাদদাতা ২৮ ডিসেম্বর ২০২০ বিধাননগর: গত ১২ই অক্টোবর তারিখে বিধান নগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করে সন্দীপ গোয়েল বলে এক ব্যক্তি। তিনি জানায় তার অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা টান্সফার হয়েছে ।
এরপর এই গোটা ঘটনার তদন্তে নামে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ এবং তদন্তে নেমে গতকাল রাতে বাগুইআটি থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সন্দীপ গোয়েল এর মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্যাংকের সমস্ত ডিটেইলস জানতো এবং মোবাইল সেন্টারে গিয়ে তারা জানাতো সন্দীপের দাদা তিনি তার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে নতুন করে সিম কার্ড চালু করতে হবে এবং যখন নতুন সিম কার্ড পেত সেই সুযোগে নতুন করে নাম্বার চালু করে ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার এ মোবাইল নাম্বার দেওয়া ছিল এই ভাবেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা টান্সফার করিয়ে নেয় সেইসময়ই সন্দীপ গোয়েল এর বাবা মারা গিয়েছিল মোবাইল ফোন বন্ধ ছিল । এর পরেই কয়েকদিন পরে যখন তিনি ফোন চালু করে সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে আট লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করে । সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আজ এদেরকে বিধাননগর আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়া হচ্ছে । পুলিশ মনে করছে বড়োসড়ো রেকেট চক্র এর পিছনে কাজ করছে পাশাপাশি ব্যাংকের কোন ব্যক্তি জড়িত আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন…অনুব্রতর হুঁশিয়ারির পরেই বিশ্বভারতীতে লাগলো তৃণমূলের পতাকা