নিজস্ব সংবাদদাতা ২৮ ডিসেম্বর ২০২০ মুর্শিদাবাদ: বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত হয়ে চলন্ত অবস্থায় একটি খড়ের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে বড়ঞা থানার চৈৎপুর গ্ৰামে।
সোমবার সন্ধ্যার এই ঘটনার জেরে আগুনে ভস্মীভূত হয় একটি মালবাহী চারচাকা গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় গাড়িটি লাভপুর থেকে সুন্দরপুরের দিকে আসার সময় রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারে সংযুক্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।তবে ঘটনার পর থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িটির চালক, পরে ভস্মীভূত অবস্থায় ওই গাড়িটি বড়ঞা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন…ব্যাংক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার তিন গ্রেপ্তার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ