নিউজ ডেস্ক ৩০ডিসেম্বর ২০২০: বছর প্রায় শেষের দিকে কিন্তু করোনা সংক্রমণ পুরোপুরি এখনও কমেনি। তারই মধ্যে নতুন ভাবে নতুন রুপে দেখা মিলল স্ট্রেইনের । কোভিড১৯ এর এই নতুন স্ট্রেইন-এর নাম VUI 202012/01।
১) শ্বাসকষ্ট ২) অনবরত বুকে ব্যথা ৩) কনফিউশন বা বিভ্রান্তি ৪) অতিরিক্ত ক্লান্তির জন্য জেগে থাকতে না পারা ৫) ঠোঁট ও মুখ নীলচে হয়ে যাওয়া। মূলত এই পাঁচটি উপসর্গ দেখলেই আপনাকে বুঝতে হবে আপনি স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন। এই স্ট্রেইন তুলনামূলক ভাবে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, তাই কিছু উপসর্গ নিলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। কোভিড ১৯ এর মূল স্ট্রেনটি শিশুদের জন্য সেভাবে বিপজ্জনক ছিল না কিন্তু এই নতুন স্ট্রেনটি শিশুদের জন্য অনেকটাই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাই বয়স্কদের পাশাপাশি শিশু ও কমবয়সিদের জন্যও এটি একই রকম বিপজ্জনক। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন একটি গবেষণার মাধ্যমে দাবি করেছে, ব্রিটেনে এই নতুন স্ট্রেন মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বেশি সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি হতে পারে। তাই নিজেকে এই ভাইরাস থেকে বাঁচাতে নিয়মিত মাস্ক পরে থাকা ও স্যানিটাইজার ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন চিকিৎসকরা।