অনুষ্ঠিত হলো নবম বর্ষ বঙ্গ গৌরব অনন্য সম্মান প্রদান উৎসব ২০২০

অনুষ্ঠিত হলো নবম বর্ষ বঙ্গ গৌরব অনন্য সম্মান প্রদান উৎসব ২০২০

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২০:আজ ৩০ শে ডিসেম্বর ২০২০ বুধবার বিকাল ৪ ঘটিকায় কলকাতা প্রেসক্লাবে বাংলার মহান ব্যক্তিত্বের কর্ম কৃষ্টি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে রিপোর্টার এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এবং বাংলার একনজর সংবাদপত্র -র সহয়তার “নবম বর্ষ বঙ্গ গৌরব অন্যান্য সম্মান-২০২০” প্রদান উৎসবের আয়োজন করা হয়েছে।

মমতাময়ী মা স্বর্গীয়া কমলা রানী বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে এই সম্মান প্রদান করা হয়। এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ সম্মান প্রদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কো-অর্ডিনেটর স্বপন সমাদ্দার ও বিশেষ অতিথি খবর ২৪ ও আপ কি খবরের সম্পাদক উমেশ রায়। এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ সম্মান প্রদান উৎসবের সম্মান প্রাপকেরা হলেন এম. পি. বিড়লা ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার সিং, লাওন আর্ট এন্ড কালচার সভাপতি অমরেশ রায়, স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক, নিউজ এডিটর ও চিত্র পরিচালক সন্তু সিনহা মহাশয়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক, ইরাকোর সর্বভারতীয় চেয়ারপার্সন শ্রীলগ্না মিশ্র দেব, ইরাকোর সর্বভারতীয় সম্পাদক জয়দীপ দেব, সর্বভারতীয় বিশিষ্ট সমাজসেবী অদিতি গোস্বামী, রাজকুমার দাস, সুব্রত সিহা।তাছাড়া উপস্থিত ছিলেন সুকান্ত রায়, রিয়া দাস ,দেব কুমার দে, অর্ণব দাস, সন্দীপ বাগ, অমিত রায়,শিবু দে প্রমুখ গণ্যমান্য ব্যক্তিগণ।

আরও পড়ুন…বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল  রায়গঞ্জে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top