ইংরেজি নববর্ষের রাতেই শুট আউটের ঘটনা ঘটলো রেল শহর খড়গপুরে

ইংরেজি নববর্ষের রাতেই শুট আউটের ঘটনা ঘটলো রেল শহর খড়গপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর: ইংরেজী নববর্ষের রাতেই সুট আউটের ঘটনা ঘটলো রেল শহর খড়গপুরে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে যুবক অর্জুন শঙ্কর (২৯) এর।

তাঁর বাড়ি খড়্গপুরের সুভাষপল্লী এলাকায়। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার জানান , শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ বাইকে চড়ে নিমপুরার দিক থেকে ফিরছিলেন ওই যুবক। খড়গপুর এর বেবীরানী মোড়ের আগে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তাঁর বুকে ও পেটে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়,সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুই দল দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জেরে এই ঘটনা বলে খড়গপুর টাউন থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এদিনের গুলি চালানো এবং খুনের ঘটনায় খড়গপুর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই ওই এলাকার দোকান পাট সব বন্ধ হয়ে যায়। নব বর্ষের সন্ধ্যায় বাড়ির বাইরে বেরানো মানুষজন আতঙ্কে পালাতে থাকেন।ওই ঘটনার পর খড়গপুর শহরের ঢোকা বেরানো রাস্তায় নাকা চেকিং চলছে। সেই সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন…শুরু হয়ে গেল করোনা টিকাকরনের ড্যামি ট্রায়াল রান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top