নিজস্ব সংবাদদাতা ৪ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের কয়েকশো কৃষক বসিরহাট মালঞ্চ রোড এর তেঁতুলতলা এলাকায় রাস্তার উপর শুয়ে অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখালো ।তাদের দাবি অবিলম্বে কৃষি কালা আইন প্রত্যাহার করতে হবে।
তার পাশাপাশি কৃষকদের সবজির দাম ন্যায্যমূল্য করতে হবে। এরই প্রতিবাদে আজ কয়েকশো কৃষক গলায় গামছা বেঁধে রাস্তার উপর শুয়ে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তার পাশাপাশি কৃষকরা জানান প্রধানমন্ত্রী যেখানেই থাকেন তা ঠিক ২২ কিলোমিটার দূরে রাজধানী দিল্লির সিঙ্গু অঞ্চলে যেখানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেখানে নিজের জীবন জীবিকা বাঁচাতে যেভাবে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে একের পর এক কৃষক আত্মহত্যা করছে আর কেন্দ্র সরকার অন্নদাতাদের পাশে দাঁড়ানোতো দূরের কথা তাদের জীবন কেড়ে নিচ্ছেন। তাই বাধ্য হয়েছি রাস্তায় নামতে এই আন্দোলনকে সমর্থন করতে বাম কংগ্রেস যৌথভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে।এরপর কয়েকশো মোটরবাইকে বাম কংগ্রেসের পতাকা বেঁধে রীতিমত বসিরহাট শহরের বুকে বাইক র্যালি করল এই কৃষকরা। এই কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে বাম কংগ্রেস যৌথভাবে। কংগ্রেসের কৃষক নেতা কাদের সর্দার বলেন এই আন্দোলন মানুষের আন্দোলন, জীবন-জীবিকার আন্দোলন, কৃষকদের পরিকল্পনা করে জীবন-জীবিকা কেড়ে নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, সব মিলিয়ে যতো সময় বা দিন যাচ্ছে ততো কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। যতক্ষণ পর্যন্ত কৃষি কালা আইন বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে জানান কৃষক নেতা।