নিজস্ব সংবাদদাতা ৫ জানুয়ারি ২০২১ দুর্গাপুর:গতকাল রাত্রের দুর্ঘটনার জেরে আজ রাস্তায় বাম্পার ও আলোর দাবিতে দুর্গাপুরের হোস্টেল এভিনিউ থেকে ট্রাঙ্ক রোড হয়ে বেনাচিতি যাবার রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর মৃগেন্দ্র নাথ পাল। অবশেষে পুলিশের আশ্বাসে আধঘন্টা পর অবরোধ উঠিয়ে নেয় স্থানীয়রা। গতকাল রাত্রে সরকারি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক যুবক যুবতী। এই ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ সরকারি বাসের চালকরা বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে ওই এলাকায় প্রায় দিন দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুন…অবৈধ ও লাইসেন্স বিহীন টোটোর সংখ্যা কমানোর দাবি রায়গঞ্জবাসীরl