নিজস্ব সংবাদদাতা ৬ জানুয়ারি ২০২১ বিধাননগর: অস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃতের নাম আসান মোল্লা।কে এল সি থানা এলাকার বাসিন্দা।
উদ্ধার একটি ওয়ান সাটার ও এক রাউন্ড গুলি। গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে আসান মোল্লা সাপুরজি বাস স্ট্যান্ড এ তার অন্য সঙ্গীদের সাথে দেখা করতে আসে। সেই খবর পেয়ে পুলিশ হানা দিলে পুলিশ দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিছুক্ষন পরে কাদা এলাকা দিয়ে এক যুবককে হেটে সাপুরজি বাস স্ট্যান্ড এর দিকে আসতে দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে ধরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়। পুলিশের অনুমান কোনো অসামাজিক কাজের জন্যই তাঁরা জড়ো হচ্ছিল ওখানে।