ডিজেল অটো বন্ধ করার দাবিতে বিক্ষোভ গ্রীন অটো চালকদের 

ডিজেল অটো বন্ধ করার দাবিতে বিক্ষোভ গ্রীন অটো চালকদের 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ জানুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা: অবৈধ অটো-দৌরাত্ম্য রুখতে এবার রাস্তায় নামল পরিবেশবান্ধব গ্রীন অটো চালকরা। এদিন অবৈধ ডিজেল অটো বন্ধ করার দাবিতে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রীন অটো চালকরা।

ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট এলাকায়। দীর্ঘ দুবছর ধরে পরিবেশবান্ধব গ্রীন অটো কিনেও ডিজেল অটোর দৌরাত্ম্যে রাস্তায় নামতে পারছিলেন না অটো চালকরা। কাশিপুর থানা এলাকার প্রায় আশিটি অটোচালক এই সমস্যার সম্মুখীন হয়। দু’বছর ধরে বাড়িতে গাড়ি বসিয়ে তারা দিন কাটাচ্ছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান সূত্র বার হচ্ছিল না বলে দাবি। শেষমেশ ভাঙড় ২ব্লক আধিকারিক এবং কাশিপুর থানার পুলিস আধিকারিকের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় প্রতিদিন ডিজেল অটোর পাশাপাশি পরিবেশবান্ধব গ্রীন অটো দশটি করে চালানো হবে। মূলত পাকাপোল থেকে বোয়ালঘাটা পর্যন্ত অটো চলবে। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই অটো চালানোর অনুমতি দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা। কিন্তু এক তারিখে অটো চালাতে গিয়ে সমস্যায় পড়ে এই গ্রীন অটো চালকরা। পরে প্রশাসনের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার থেকেই অটো চালানোর অনুমতি পায়। প্রশাসনের কথা মতন আজকে অটো চালাতে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। অবৈধ অটো চালকরা তাদের গাড়ি ভাঙচুরের চেষ্টা ও করেবলে অভিযোগ। মূলত বোয়ালঘাটা এলাকাতে ডিজেল অটো চালকরা জোটবদ্ধ হয়ে এদের ওপর হামলা করে বলে অভিযোগ। এরপর পরিবেশবান্ধব গ্রীন অটো চালকরা পোলেরহাট তিন রাস্তার মোড় অবরোধ করে। দীর্ঘক্ষন অবরোধ চলার পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। তাদের দাবি প্রশাসন আরো কিছুদিন সময় চেয়েছে যদি তারা অটো চালাতে না পারে তাহলে আরো বড় আন্দোলনে নামবে বলে দাবি করেন। এদিন অবরোধ চলাকালীন ওই এলাকায় ডিজেল অটোর গাড়ি এলে আন্দোলন কারীরা তাদের উপর চড়াও হয় বলে দাবি। তাদের দাবি বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এই অটো কিনেছিল তারা। সরকারি অনুমতি থাকলেও তাদের কে অটো চালাতে দেয়া হচ্ছে না। অবরোধের খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পোলেরহাট চত্বরে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন….সিটি সেন্টার টু এর পিছন থেকে অপহরণ ব্যাক্তি গ্রেপ্তার তিন

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top