নিজস্ব সংবাদদাতা ৭জানুয়ারি ২০২১ হাওড়া: আপাতত বিরত থাকলেও রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বাংলার প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । এদিন হাওড়া ডুমুর জেলা সাংবাদিক দের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন তিনি ।
একইসঙ্গে তিনি বলেন রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা বন্ধ হোক। সকলের যুদ্ধের পরে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকুক ।আজ ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া সদরের প্রাক্তন সভাপতি লক্ষ্মী রতন শুক্লা। সম্প্রতি তিনি তার মন্ত্রীত্ব পদ ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তার ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। গত দুই দিন অন্তরালে থাকার পরে আজকে তিনি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান আপাতত তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। তিনি উত্তর হাওড়ার বিধায়ক হিসাবে ৫ বছরের সময় সম্পূর্ণ করবেন। তার বিজেপিতে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন আপাতত তিনি তৃণমূলে আছেন ও বিধায়ক হিসাবেই কাজ করবেন। বিজেপির তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা সেই প্রসঙ্গে সরাসরি কিছু না বলে বরং তিনি বলেন সকলের সাথেই সকলে সুসম্পর্ক বজায় রাখুক সেটাই তিনি চান। বিজেপি ইস্যুর বিষয়টি তিনি আপাতত খুব সন্তপর্নে এড়িয়ে যান। তিনি বলেন বাংলায় হিংসা ও প্রতিহিংসার রাজনীতি হোক তিনি চান না। সমস্ত রাজনৈতিক দল ও নেতারা যুদ্ধের পরে যেন আবার নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন তার সাথে দীর্ঘদিনের সম্পৰ্ক। তা ভবিষ্যতেও বজায় থাকবে। আজকে তার ফেসবুকে সৌরভ ও তার একটি ছবি পোস্ট নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়। সেই প্রসঙ্গে তিনি রাজনীতি সরিয়ে রেখে খেলোয়াড় সৌরভ ও প্রশাসক সৌরভের প্রশংসা করেন। পাশাপাশি তিনি জানান আগামী নির্বাচনে যে দল ভালো লড়াই করবে সেই জিতবে। আজকের সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যে নিজের পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড কোন পথে যাবে তা নিয়ে খুব সতর্কভাবে ধোঁয়াশা বজায় রেখে দিলেন তিনি।
আরও পড়ুন… অটো বন্ধ করার দাবিতে বিক্ষোভ গ্রীন অটো চালকদের