১১ দফার দাবি নিয়ে সল্টলেক বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ আই. টি.আই কর্মীদের

১১ দফার দাবি নিয়ে সল্টলেক বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ আই. টি.আই কর্মীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩জানুয়ারি ২০২১ সল্টলেক:মূলত ১১ দফার দাবি নিয়ে রাজ্য বিদ্যুৎ দফতরে প্রায় ৫০০-৬০০ কর্মী বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরের বিভিন্ন আধিকারিক কে তাদের দাবি-দাওয়া এবং তাদের সমস্যার কথা জানানো হয়েছে তাতে কোনো লাভ হয়নি।

তাই আজ বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়। তাদের সেই দাবি দাওয়া একটি ডেপুটেশন এর মাধ্যমে বিদ্যুৎ দপ্তরে জমা দেয় এবং বিক্ষোভকারীরা জানায় তাদের এই দাবি-দাওয়া না মেনে নেয়া হলে পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।

দাবি,  ১. ITI কর্মীদের বেতন কাঠামো ডিপ্লোমা কর্মীদের ঠিক একধাপ নিচে করতে হবে।

২. সমস্ত ITI কর্মীদের UNIQUE DESIGNATION প্রদান করতে হবে।

৩. সমস্ত ITI কর্মীদের BASIC এবং ২০% RISK ALLOWANCE দিতে হবে।

৪. সমস্ত ITI কর্মীদের 3rd প্রোমোশনে CLASS-1 পদে উন্নতিকরণ করতে হবে।

৫. ITI কর্মীদের SATURDAY LEAVE BENEFIT দিতে হবে।

৬. শ্রম আইন না মেনে দপ্তরের স্বার্থে ITI কর্মীদের যত ঘন্টা অতিরিক্ত ডিউটি করানো হবে তার যথাযথ পারিশ্রমিক অতিরিক্ত বেতন হিসেবে প্রদান সহ মোট ১১ দফার দাবি জানিয়েছে তাঁরা।

আরও পড়ুন….হাতির হানায় মৃত্যু এক মহিলার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top