নিজস্ব সংবাদদাতা ১৩ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নবজাতক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধূলা করতে গিয়ে, একটা বস্তার মধ্যে দু-তিন মাসের একটি ফুটফুটে বাচ্চার দেহ পড়ে থাকতে দেখে। তখন তারা তাদের পরিবারের লোকজনকে জানালে, স্হানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি লক্ষ্য করেন। এরপর তারা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন…১১ দফার দাবি নিয়ে সল্টলেক বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ আই. টি.আই কর্মীদের