নিজস্ব সংবাদদাতা ১৪জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: বসিরহাট মহাকুমার ন্যাজাট থানার দুই নম্বর বয়ারমারী গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে তৃনমূল নেতাকে খুনের চেষ্টা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটে ।
বছর চল্লিশের সুন্নত আলী মোল্লা, এলাকার সক্রিয় তৃণমূল নেতা বলে পরিচিত। তাঁর নিজের মেছো ঘেড়িতে মাছ ধরতে গিয়েছিলো সেই সময় ৬ থেকে ৭ জনের সশস্ত্র দুষ্কৃতী দল তাঁকে লক্ষ্য করে কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ওই তৃণমূল নেতার ডান পায়ে চারটে বা পায়ে পাঁচটা গুলি লাগে। পাশাপাশি তাঁর মাথায় গুলি করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ।এই ঘটনা প্রকাশ্য দিবালোকে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে নেজাট ও মিনাখা থানার পুলিশ গিয়ে আক্রান্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত পরিবারের দাবি হাবিবুর রহমান ওরূপে বাচ্চা খোকন কুখ্যাত দুষ্কৃতী তাঁর দলবল পরিকল্পনা করে সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ। এটাকি রাজনৈতিকভাবে খুনের চেষ্টা, না অন্য কোনো কারণ আছে এই নিয়ে জল্পনা তুঙ্গে না মেছোঘেরি দখলকে কেন্দ্র করে এই ঘটনা। সবটাই তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী রয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন…গৌতম দেবের কনভয়ে থাকা পুলিশের পাইলট ভ্যানের ধাক্কায় আহত হলো এক যুবক