৬ তারিখে ঘোষণা! শতাব্দী রায়ের হঠাৎ ফেসবুক পোস্ট ঘিরে চরম জল্পনা

৬ তারিখে ঘোষণা! শতাব্দী রায়ের হঠাৎ ফেসবুক পোস্ট ঘিরে চরম জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ জানুয়ারি ২০২১ বীরভূম: ইদানিংকালে শাসকদল তৃণমূলের একাধিক নেতানেত্রী, সাংসদ, বিধায়ক দের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চরম থেকে চরমতম জল্পনার সৃষ্টি হতে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জল্পনা বাড়ালেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।

ফেসবুক পোস্টে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি নতুন বছরের নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। আর এর পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি তিনিও! বৃহস্পতিবার ‘শতাব্দী রায় ফেসবুক ফ্যান ক্লাব’ পেজের একটি পোস্টে দেখা যায়। যেখানে শতাব্দী রায়ের নামে লেখা রয়েছে, “বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি। ২০২১ খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে।”এর পাশাপাশি লেখায় উল্লেখ রয়েছে, “নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ২০০৯ সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব।যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ই জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।”শতাব্দি রায়ের নামে এই পোস্ট শাসক দলকে নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। পাশাপাশি ১৬ই জানুয়ারি তিনি কি ঘোষণা করেন তা নিয়েও জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে ওই দিনই আরও এক তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভের কথাও রয়েছে।

আরও পড়ুন…ফের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নিউটাউনের ঝুপড়ি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top