নিজস্ব সংবাদদাতা ১৫ জানুয়ারি ২০২১ বীরভূম: সিউড়ি পৌরসভা চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এর একটি অনুষ্ঠান ছিল আজ। অনুষ্ঠান চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা আশীষ দে সিউড়ি পৌরসভায় কর্মরত অস্থায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
তিনি জানালেন হয় তৃণমূল করতে হবে না হলে সিউড়ি পৌরসভাতে কাজ করা যাবে না। যদি কোন কর্মচারী তৃণমূল না করে বা অন্যান্য দলের সাথে যোগাযোগ রাখে তাহলে ঘাড় ধরে পৌরসভা থেকে বের করে দেওয়া হবে তাদের। কারণ হিসেবে তিনি বক্তব্যে বলেন কোন ইন্টারভিউ দিয়ে বা ডিএম এসপির মারফতে আপনাদের চাকরি হয়নি। আপনাদের চাকরি দিয়েছে দল অর্থাৎ দল করতে হবে।সিউড়ি পৌরসভার ভেতরেই এই অনুষ্ঠান ছিল এবং সেখানেই পৌর কর্মীদের এইভাবে হুমকি দেওয়া হয় তৃণমূল নেতার পক্ষ থেকে। তৃণমূল নেতার কথা ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। বিরোধীরা জানাচ্ছেন তাহলে কি মানুষের উন্নয়নের জন্য এই সমস্ত কর্মচারীদের পৌরসভায় কাজ দেওয়া হয়েছে ? নাকি ভোট কেনার জন্য কাজ দেওয়া হয়েছে ?
আরও পড়ুন…ইস্তফা দিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক