শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী

শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ জানুয়ারি ২০২১ উত্তর দিনাজপুর:শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও সাজো সাজো রব।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে বহু কাঙ্খিত করোনা ভ্যাকসিন। আগামীকাল ১৬ জানুয়ারি সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও উদ্বোধন করা হবে করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তার চুড়ান্ত প্রস্তুতি। রাজ্য থেকে ১৭ হাজার ডোজ এসেছে। প্রথম পর্যায়ে জেলার ১৫০৪৫ জন স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে পঞ্চাশোর্ধ মানুষদের ধীরে ধীরে ভ্যাক্সিনেশন করা হবে। পুলিশি নিরাপত্তার মাধ্যমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইসলামপুর মহকুমা হাসপাতাল, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ও জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার থেকে টিকাকরণ করা শুরু হবে। জেলার ডাক্তার, নার্স, আশাকর্মী থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এইসব সব হাসপাতাল থেকে করোনার টীকা গ্রহন করবেন। রায়গঞ্জ পুর মাতৃসদন ও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেই টীকা নেবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক চন্দ্র মন্ডল।

আরও পড়ুন….তৃণমূল করতে হবে না হলে পৌরসভা থেকে পৌর কর্মীদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে, সিউড়িতে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top