নিজস্ব সংবাদদাতা ১৫ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:আজ উ: ২৪ পরগনা জেলার গাইঘাটার ঠাকুর বাড়িতে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শিখওয়াত | বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ঠাকুর নগরে ঠাকুরবাড়ি পৌছান |
সেখানেই তিনি গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করেন । কর্মসূচীতে সাথে ছিলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর | নাগরিক আইন নিয়ে বেসুরো কথা বলা সাংসদ শান্তুনু ঠাকুরের দীর্ঘ দিন পরে দলীয় কর্মসূচীতে যোগদান করলেন। সম্প্রতী খাদ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের উঃ ২৪ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে তৃনমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন | বিতর্ক দানা বাধছিলো তাঁকে নিয়ে | আজ দলীয় কর্মসূচীতে যোগদান তাৎপর্য বাড়াচ্ছে রাজনৈতিক মহলে | আজকের কর্মসূচীতে ভিড় জমান বিজেপির প্রচুর পুরুষ ও মহিলা সমর্থকরা | এদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যে পরিবর্তন আনার জন্য সাধারন মানুষের কাছে আহ্বান জানান |