নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি ২০২১ : :বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এলেই কৃষকরা কিষান সম্মান নিধিতে ৬০০০ টাকা করে পাবেন। বাংলায় শুধু আছে ঢপের স্বাস্থ্যসাথী।
তাই আমরা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চাই। এই প্রকল্পে সকলেই পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসা খরচ পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা আমাদের পাশে আছেন। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা মির্জাপুরেপ এসে রাজ্য সরকারকে আক্রমন করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ বিকাল নাগাদ মির্জাপুরে সারা ভারত কীর্তন, বাউল ও ভক্তি গীতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিল্পী সমাবেশে সামিল হন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি সারা ভারত কীর্তন বাউল এবং ভক্তি গীতি শিল্পীরাও সামিল হন। বক্তব্য রাখতে গিয়ে বাংলায় নারীদের সম্মান নিয়েও সরকারকে একহাত নেন লকেট চ্যাটার্জি। বক্তব্য রাখতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। ভোটের আগেই অনেক বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। আমরা বাছাই করে নেবো। যারা কয়লা ও মাফিয়া ভাইপোর সাথে যুক্ত নয় তাদেরকেই শুধুমাত্র দলে নেওয়া হবে । বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান কৈলাশ।
আরও পড়ুন….মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনদিতে পারে দাবি মিম দলের