নিজস্ব সংবাদদাতা পশ্চিম বর্ধমান,পান্ডবেস্বর ২১জানুয়ারি ২০২১ : বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানার সুখ বাজার এলাকায় ইসিএলের আবাসনে ধোয়া দেখতে পায় স্থানীয়রা । সৌভাগ্যবশত যে বাড়িতে আগুন সে বাড়িতে লোকজন না থাকায় কোনরকম প্রাণহানি ঘটেনি।
সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ, খবর দেওয়া হয় দমকল কে। দমকল আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খনি কর্মী চিত্রসেন গড় প্রতিদিনের মত খনিতে নিজের কাজে গিয়েছিলেন ।তিনি ওই আবাসনে একাই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। বৃহস্পতিবার বেলা এগারোটা কুড়ি নাগাদ স্থানীয়রা ওই খনি কর্মীর আবাসন থেকে প্রচুর ধোয়া বের হতে দেখেন সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় । শেষমেষ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অনেক বড় বিপদ থেকে রক্ষা পেল ওই খনি কর্মী। বাড়িতে সে এবং তার পরিবারের লোকজন না থাকায় বিপদ থেকে রক্ষা পেল।