নিজস্ব সংবাদদাতা ২৫জানুয়ারি ২০২১বীরভূম: বীরভূমের মহঃ বাজারে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন যুবক। পুলিশ সূত্রে জানা যায় তিনজনের মধ্যে দুজনের বাড়ি হল মল্লারপুর।
তারা মহঃ বাজারে এসেছিল আত্মীয়ের বাড়িতে এবং একজন মোহাম্মদ বাজারের স্থানীয় বাসিন্দা। এদিন নদীতে স্নান করতে যাওয়ার সময় হঠাৎই কোন কারনে তলিয়ে যায় তারা এবং তিনজনের মৃত্যু হয়। প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয় মহঃ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মহাম্মদ বাজার থানার পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে প্রশাসনের লোকজন। সিউড়ি সদর হাসপাতালে রয়েছে সিউড়ি থানার পুলিশ।মৃতদের নাম রোহন শর্মা,রোহিত শর্মা, রাহুল শর্মা । এদের মধ্যে রহুল শর্মা চাকরি পেয়েছিল ইন্ডিয়ান আর্মিতে। দিন কয়েক পরেই জয়নিংএর ডেট ছিল বলে জানা যায়।
আরও পড়ুন…ম্যাগি এবং পেন কেনার নাম করে ছাদ থেকে ঝাঁপ কিশোরীর