রাতভর তল্লাশি চালিয়ে আই এস এফ্  সমর্থকদের বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বোমা

রাতভর তল্লাশি চালিয়ে আই এস এফ্  সমর্থকদের বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২মার্চ ২০২১দক্ষিণ ২৪পরগণা: রাতভর তল্লাশি চালিয়ে আই এস এফ্  সমর্থকদের বাড়ি থেকে উদ্ধার হল বন্দুক ও বোমা। ভাঙড়ের সিতুরী এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর ব্রিগেডে যাওয়া নিয়ে তৃণমূল এবং isf কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় পুলিশ এক isf কর্মীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনার রেশ ধরেই গতরাতে সিতুরী সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালায়। শকুন্তলার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক এক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে কাজদিয়া এলাকায় থেকে আরো একটি বন্দুক এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ভোররাত তল্লাশি চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি বন্দুক ও কার্তুজসহ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ধৃত চারজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন…মহিশীলায় সোমবার রাতে একটি বাড়িতে হঠাৎ আগুন, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top