নিজস্ব সংবাদদাতা ৪ মার্চ ২০২১ দার্জিলিং:দার্জিলিংয়ের চৌরাস্তার কাছে ম্যাল রোডে প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টে ভয়াবহ আগুন।
হোটেল রেস্তোরাঁ থেকে ধোঁয়া দেখতে পেয়ে ঘটনার খবর দেয়া হয় দমকলকে। প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্ট কাঠের তৈরী থাকায় হোটেলের বাকি অংশে খুব দ্রুত ছরিয়ে পরে আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসছে দলকলের ৩টি ইঞ্জিনের গাড়ি। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরা নিয়ন্ত্রণে আনে আগুন। তবে স্থানীয় সূত্রে খবর ক্ষয়ক্ষতি পরিমাণ প্রচুর। আগুল লাগার কারণ খতিয়ে দেখাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।



















