নিজস্ব সংবাদদাতা ৫ মার্চ ২০২১দক্ষিণ ২৪পরগণা: পানীয়জল ও রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। এরই জেরে বন্ধ শিরাকোল শেরপুর রোডের যানচলাচল। বিপাকে নিত্যযাত্রীরা।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধান সভার শেরপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুরে আজ সকাল থেকে পানীয়জল ও বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসীন্দারা।এলাকাবাসীর দাবী, দীর্ঘ ২৫ দিন ধরে জলের সমস্যায় রয়েছে তারা এমনকি শেরপুর থেকে শিরাকোল পর্যন্ত পাকা রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন। একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা। তাই আজ সকাল থেকে পথ অবরোধ করে খেলারামপুরে বিক্ষোভ স্থানীয়দের।
আরো পড়ুন…ম্যাচে ঢুকে পড়লেন স্বয়ং বিরাট কোহলি জয় করলেন দর্শকদের মন



















