মোদির ব্রিগেড এর জনসাধারণের বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেলেন বিজেপির নেতা নেত্রীরা

মোদির ব্রিগেড এর জনসাধারণের বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেলেন বিজেপির নেতা নেত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ মার্চ ২০২১:  ব্রিগেড জনসভা মানেই হাজারো দলের ভক্ত দের সমাগম। আর এবার ভিড় সামলাতে হিমশিম খেলেন বিজেপির প্রথম সারির তাবড় তাবড় নেতারা।

জনতাকে সামলাতে গাছে উঠতে হলো বাবুল সুপ্রিয় লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষকে। এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড জনসভা একবার নয় দু-দুবার ঘটলো। ১০লক্ষ মানুষকে জড়ো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা তবে সেই ভিড় দেখা যায়নি বরং দেখা গেল অনেক বেশি ভিড় মাঠের বাইরে। আর মাঠের মধ্যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেলেন বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। মঞ্চে এদিন শুভেন্দু অধিকারী উঠতেই খেলাখেলি শুরু হয়ে গেল ময়দানে বারবার তিনি জনগণকে শান্ত হতে বললেন এরপর ডায়াসে এলেন লকেট। তিনিও একইভাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন মা-বোনেদের বলছি আপনারা দয়া করে সুন্দরভাবে বসুন যে যেখানে আছেন বসে পড়ুন ওভাবে চেয়ার তুলবেন না সামনে এগিয়ে আসবেন না। এভাবেই একের পর এক বিজেপির তাবড় তাবড় নেতা-নেত্রীদের জনগণকে শান্ত করার চেষ্টা চলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে মিঠুনের বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা কিছুটা থামলেও মোদি ঢোকার মুখেই একই রকমের পরিস্থিতি দেখা গেল ব্রিগেড ময়দানে।

আরও পড়ুন…ব্রিগেড এর ময়দান জমে উঠলো প্রধানমন্ত্রীর বক্তব্যে, আশা ভরসা নিয়ে সমাবেশে অগণিত মানুষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top