দরিদ্র ও মধ্যবিত্তদের সেবা ও রোজগার এর দিকে নজর দিতে প্রধানমন্ত্রী সহায়তায় তৈরি হলো জনঔষধি কেন্দ্র

দরিদ্র ও মধ্যবিত্তদের সেবা ও রোজগার এর দিকে নজর দিতে প্রধানমন্ত্রী সহায়তায় তৈরি হলো জনঔষধি কেন্দ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭ মার্চ ২০২১ দেশে স্বাস্থ্যে পরিষেবার হাল খারাপ। বারবার উঠে আসছে দেশের অনুন্নত স্বাস্থ্য কেন্দ্রের নাম।

এবার গরিব মধ্যবিত্তরা যাতে খুব সহজে মেডিকেল সাহায্য পায় তার জন্য দেশে ১০০০০ জনঔষধি কেন্দ্র খোলা পরিকল্পনা করলো মোদি সরকার। এই জনৌষধি কেন্দ্রের মাধ্যমে মধ্যবিত্তরা বছরে তিন হাজার ৬০০ কোটি টাকা বাঁচাতে পারবে।NEIGRIHMS এ একটি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।এদিন মোদি বলে ওষুধ দামি তাই আমরা দরিদ্রের জন্য পিএম জনৌশাধি যোজনা এনেছি এর ফলে তারা টাকা বাঁচাতে সক্ষম এবং তিনি মানুষের কাছে অনুরোধ করে বলেন দোকানে মহিলাদের জন্য স্যানিটারি প্যাড পাওয়া যাবে মাত্র ২.৫ টাকায়।এই জনৌশাধি যোজনা নিয়ে প্রচার চালানো হবে। পাশাপাশি সপ্তাহটি কে আখ্যা দেয়া হলো জনশ্রুতি সপ্তাহ নামে যার থিম থাকছে জন ঔষধি সেবা ভি রোজগার ভি।

আরো পড়ুন…আজই ঝেড়ে ফেলুন কালো ছোপ স্লিভলেস পোশাকে তাক লাগিয়ে দিন সঙ্গীকে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top