নিজস্ব সংবাদদাতা ১৬ মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর: গতবছরে ২৪নভেম্বর তমলুকের ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুমন্তব্য করেন অগ্নিমিত্রা পল।
এরপর ওই মন্তব্যের জেরে তমলুক পৌরসভার এক তৃণমূল কর্মী তমলুক কোর্টে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ তমলুক আদালতে জামিনের জন্য আসেন। তমলুক কোর্টের বিচারপতি ৫০০টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন অগ্নিমিত্রা পল কে।