নিজস্ব সংবাদদাতা ১৬মার্চ ২০২১: মুর্শিদাবাদের সাগরদীঘি ব্লক থেকে মঙ্গলবার প্রায় ৫০০জন তৃণমূল কর্মী যোগদান করল কংগ্রেসে।এদের মধ্যে কেউ বুথ সভাপতি , কেউ পঞ্চায়েত মেম্বার।
তাদের হাতে দলীয় পতাকা তুলে তাদেরকে দলে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।কংগ্রেস দলে যোগ দিয়ে সাগরদীঘি ব্লক নেতা ইয়াতস মুদ্দিন জানান,তৃণমূল দলে কোনো শুভবুদ্ধি সম্পন্ন, বিচারবোধ সম্পন্ন ব্যক্তিত্ব থাকতে পারবেননা।তৃণমূল দলটা একটা সার্কাস দলে পরিণত হয়েছে।কোনো আদর্শ নীতি নেই।তিনি আরো বলেন তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট।
আরও পড়ুন…জতুগৃহের স্মৃতি উস্কে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল একটি দোকান