নিজস্ব সংবাদদাতা মার্চ ১৬ ২০২১পশ্চিম বর্ধমান: পানাগড় বাজারে লরির ধাক্কায় মারা গেলেন এক প্রতিবন্ধী মহিলা ।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি মাল বোঝাই লরি পানাগড় থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল সেই সময় পানাগড় পোস্টাঅফিস কাছে মহিলা কে ধাক্কা মারে । ঘটনাস্থলে প্রতিবন্ধী মহিলা মারা যায় । ঘাতক লড়িটি কে কাঁকসা থানার পুলিশ আটক করেছে । চালক পলাতক । মহিলার নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন…মানিকতলা বিধানসভা কেন্দ্রে পরপর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা