নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১দক্ষিণ ২৪পরগণা: দুর্ঘটনার কবলে ক্যানিং লোকাল। রাতে ক্যানিং স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন সাইডিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাম্পারে ধাক্কা মেরে একটি কামরা লাইন চ্যুত হয়ে যায়।
সেই সময় চালক ছাড়া ট্রেনে কেউ ছিল না। ফলে বড়সর দুর্ঘটনার হাত থেকে বাঁচা গেছে। বৃহস্পতিবার সকালে সোনারপুর থেকে টাওয়ার ভ্যান এসে ট্রেনটিকে রেল ট্রাকে ফেরায়। তবে দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের গার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। বাম্পরের ও বেশ ক্ষতি হয়েছে।