নিজস্ব প্রতিবেদন:-বিশ্বে নানা জায়গায় বিভিন্ন পোশাকে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই দেশি গার্লের দেশি লুক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
স্বামী নিক জোনাসের সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে। পিছন থেকে তোলা ছবিটি। প্রিয়াঙ্কা চোপড়া যে জ্যাকেটটি পরে রয়েছেন, তার পিছনে রয়েছে মা কালী ঠাকুরের ছবি আঁকা তাও আবার জবা ফুল দিয়ে নানা রকম কারুকার্য করা রয়েছে। লাল রঙের জ্যাকেট সঙ্গে শর্ট স্কার্ট। পায়ে রঙিন পিপ টো নিউকাট। আপাতত ঝড় তুলেছে এই ছবি।