নিজস্ব প্রতিবেদন কলকাতা :- মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী । বুধবার তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোনালি এবং তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদারের এটি প্রথম সন্তান। মা এবং সন্তান দুজনেই ভাল আছেন বলে জানা যায়। এই খুশির খবর আসার পরই সোনালিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থরা। বিশ্বনাথ বসু সোনালির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও।এক দিকে শরীর, অন্য দিকে মন- দু’টোই যাতে সুস্থ থাকে, সেদিকে সারাক্ষন নজর দিয়েছিলেন সোনালি। তাঁর যত্নে কোনও ত্রুটি রাখেননি তার স্বামী রজত ও।

আপাতত প্রায়োরিটি সন্তান।এখন আপাতত মাতৃত্বকালীন ছুটিতেই থাকবে সোনালি। সন্তান একটু বড় হলে ফের কাজে ফিরবেন ।