নিজস্ব সংবাদদাতা ১৪ই মে ২০২১ শিলিগুড়ি:- করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল যমরাজ। তবে এ যমরাজ কোনো স্বর্গ থেকে নয়।
শুক্রবার যমরাজ বেশে শিলিগুড়ি রাজপথে মানুষকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বেড়ালেন পুলিশকর্মী তথা সমাজসেবী বাপন দাস। শিলিগুড়ি জংশন বাস টার্মিনার্স থেকে শুরু করে শিলিগুড়ির হাশমি চক পর্যন্ত যারাই করোনার স্বাস্থ্য বিধি না মেনে সঠিকভাবে মাস্ক পড়েননি তাদের হাতে মাস্ক তুলে দেন এই পুলিশকর্মী।