করোনা আক্রান্ত স্বস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থা স্থিতিশীল

করোনা আক্রান্ত স্বস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থা স্থিতিশীল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক , ১৯ মে ২০২১: করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও কোভিড ১৯ পজিটিভ।একসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর অ্যাটেডেন্টও করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, ‘বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাইপ্যাপের সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি রয়েছে।পাশাপাশি, নজর রাখা হচ্ছে তাঁর শারীরিক অবস্থার ওপরও।একই সঙ্গে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যর। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক।’হাসপাতাল সূত্রে খবর, ‘রেডিও ডায়াগনসিসে জানা গেছে মীরা ভট্টাচার্যের ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড।উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে।প্রসঙ্গত, কয়েকমাস আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ও তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু সেই সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top